স্বপ্ন চুরি হয়ে গেছে আমার

বাংলা - আমার চেতনা (ফেব্রুয়ারী ২০২২)

Manik Paul
মোট ভোট প্রাপ্ত পয়েন্ট ৪.৮৭
  • 0
  • ৬৯
হটাৎ সেদিন, হৃদয়ের জং ধরা সিন্দুকটি খুলে দেখি
স্বপ্নের ছোট্ট কৌটোটি নেই সেখানে;
তন্ন তন্ন করে খুঁজে বেড়িয়ে
কোথাও পেলুম না ঘরের এখানে ওখানে।

স্বপ্ন চুরি হয়ে গেছে
তাই ডাইরী করেছিলাম লোকাল পুলিশে;
উৎকোচে গেল শ'খানেক টাকা
তড়িৎ প্রয়োজনের অতি উচ্ছ্বাসে।

বড় দারোগা বললেন - পুলিশ রেকর্ড বলে
অবহেলা সবার কেড়ে নিয়ে যায় স্বপ্ন দেখার আশায়,
স্বপ্নের কুঁড়ি ফেরারি হয়ে যায় তামাদি ভালোবাসায়।
অবহেলাকে মেনে নিতে হবে মন মন-অন্তরে,
নয়ত, শোকাহত হবে নিষ্ফল আশায় খুঁজতে দেশান্তরে।

অবহেলাকে যখন মেনেই নিয়েছিলুম
তখনও ঝড় থামছিল না মনের ধু ধু প্রান্তরে,
ঝড় এসে একদিন একটি পুঁটুলি হাতে ধরিয়ে দিয়ে
কোথায় যেন চলে গেল উধাও হয়ে সঙ্গোপনে।
অনভ্যস্ত রতির অস্থির খুঁজে পাওয়ার তাগিদের মত
কামাতুর হাতে হাতড়ে বেড়িয়েছি পুঁটুলির দরোজা উৎঘাটনে।
শেষে, পেয়েও গেলুম।

খুলে দেখি, পুরানো কাপড়ে
রিফু করা বিবর্ণ নকশী কাঁথায়
জীবনের একটি থলে।
ভেতরে ঠাসা প্রসন্নতা আর বিষন্নতার প্রসাধনে,
দু'একটি বাক্সে পেয়েও গেলুম
দুর্ভাগ্যের ফুটো সারানোর লিকোপ্লাস্টে।

প্রত্যাক্ষিত প্রেমের ব্যাথা উপশমের
মলমও পেয়ে গেলুম ছোট্ট দু'টো কৌটোতে;
ধিক্কার হজমের ট্যাবলেটের পাতাটি ও
খুঁজে পেলুম শেষে বাঁ পাশের থলের কোণেতে।

ব্যর্থ প্রেমের ভগ্ন হৃদয় জোড়াতে
ছোট্ট টিউবে আত্মপ্রত্যয়ী প্রতিজ্ঞার ফেবিকল;
না পাওয়ার ব্যথার উপলব্ধ যন্ত্রণায়
শরীর মালিশে সান্ত্বনার তেলে ভরা
কাঁচের একটি মাঝারি বোতল।

স্বপ্ন ছাড়া, সবই পেয়ে গেলুম থলেতে!
তবুও, হাতড়ে বেড়াচ্ছি ছোট্ট একটি কৌটো;
থাকবে যাতে ভালোবাসার ভ্রূণ উদ্গিরনের বীজ কলি
যে ভ্রূণ লালনায় অপেক্ষায় আমার বিরান ভ্রূণস্থলী।

নব বীজের অঙ্কুরিত ফসলে
ভালোবাসার চারাটি বাড়াব বিভোর স্বপ্নে;
স্বপ্ন রাখব ভরে হৃদয়ের সিন্ধুকে
এবার, চাবিটি থাকবে নিরাপদে সযত্নে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
doel paki অভিনন্দন।
doel paki অভিনন্দন।
doel paki অভিনন্দন।
ফয়জুল মহী খুব সুন্দর লিখেছেন
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০২২

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

অবহেলা সবার কেড়ে নিয়ে যায় স্বপ্ন দেখার আশায়, স্বপ্নের কুঁড়ি ফেরারি হয়ে যায় তামাদি ভালোবাসায়। ...." প্রেম আমাদের স্বপ্ন দেখায়, প্রেম আমাদের প্রেরণা যোগায়, প্রেম সাহস জোগানোর বলিষ্ঠ উপাদান। আমাদের জীবন অনেক বড়, অনেক বিস্তীর্ণ - প্রেম হারিয়ে যাওয়া মানে স্বপ্নে দাঁড়ি পড়া নয়। কবিতাটি সেই আলোকেই লিখা। এটি "তামাদি ভালোবাসায়" নুতন স্বপ্ন নিয়ে ঘুরে দাঁড়িয়ে বাঁচার অনুপ্রেরণা জোগানে অনুপ্রাণিত একটি লিখা।

২৫ জানুয়ারী - ২০২২ গল্প/কবিতা: ১ টি

সমন্বিত স্কোর

৪.৮৭

বিচারক স্কোরঃ ১.৮৭ / ৭.০ পাঠক স্কোরঃ ৩ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“নভেম্বর ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ নভেম্বর, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী